Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে যেতেই ঐক্যফ্রন্ট করেছে বিএনপি: তোফায়েল


২২ অক্টোবর ২০১৮ ১৬:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেতেই ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠন করেছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে। সেই কারণে ঐক্যজোট গঠন করা হয়েছে। এটা রাজনৈতিক জোট।

সোমবার (২২ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিক সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা সেই রাজনৈতিক দলের ব্যাপার। আর কোনো দল যদি নির্বাচনে না অংশ নেয় তবে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা বলা যাবে না।’

বৈঠকেমার্কিন রাষ্ট্রদূতকে মন্ত্রী জানান, নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ না থাকায়, সংবিধানের ভেতরে থেকেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

তোফায়েল বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন করবে। তাতে সবাই অংশ নেবে বলেই আমরা মনে করি। এর লক্ষণও দেখা যাচ্ছে। যে ঐক্যজোট তৈরি হয়েছে, তা নির্বাচনের লক্ষ্যেই হয়েছে। বিএনপি এই জোটে অংশ নিয়েছে। ড. কামাল হোসেনকে তারা নেতা হিসেবে মেনে নিয়েছে। সিলেটে সমাবেশের অনুমতি তারা পেয়েছে। এরপর তারা চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় যাবে। নির্বাচনি কর্মকাণ্ড তো শুরু হয়েই গেল।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তারা বুঝতে পেরেছে ২০১৪ সালের নির্বাচনে না গিয়ে ভুল করেছে। ২০১৫ সালের জ্বালাও-পোড়াও করাও তাদের জন্য ভুল হয়েছে এটা বুঝেই তারা সভা-সমাবেশ করছে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি আটক-গ্রেফতার নিয়ে কথা বলেছেন। আমি বলেছি, সুর্নিদিষ্ট অভিযোগ ছাড়া কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘১৯৭০ এর নির্বাচনে মওলানা ভাসানীর দল অংশ নেয়নি। তারা আওয়ামী লীগকেও নির্বাচনে না যেতে বলেছিলো। কিন্তু বঙ্গবন্ধু নির্বাচন বয়কট করেননি। এই নির্বাচনের মাধ্যমেই দিশের স্বাধীনতার কার্যক্রম শুরু হয়েছিলো। ভাসানী এই নির্বাচনে আসেনি বলে আপনি সেই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলতে পারেন না।’

সারাবাংলা/এইচএ/এমও

ঐক্যফ্রন্ট বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর