Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংবিধান প্রণেতা কামাল হোসেনেরই ৭২-এর সংবিধান নিয়ে আপত্তি’


২২ অক্টোবর ২০১৮ ১৭:২৬ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৭:৫৩

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: ড. কামাল হোসেন যে সংবিধান প্রনয়ন করেছিলেন, সেই কামাল হোসেনরই ৭২-এর সংবিধান নিয়ে আপত্তি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৌদি আরব সফর থেকে ফিরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সোমবার (২২ অক্টোবর) বিকেলে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেন সংবিধানের প্রণেতা। তাকে জিজ্ঞেস করেন তো, ৭২-এর সংবিধান নিয়ে তিনি আপত্তি করেন কি-না?

এ ছাড়া ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ব্যাপারে বলেন, ড. কামাল হোসেন কাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে? ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি, মানি লন্ডারিংয়ের আসামি, এতিমের অর্থ আত্মসাৎ করার মামলার আসামিদের সঙ্গে তিনি ঐক্য করেছেন। ড. কামাল হোসেন যুদ্ধাপরাধী, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের সঙ্গে এক হয়েছেন, এখানে রাজনীতিটা কোথায়।

এ ছাড়া তিনি আরও বলেন- খুনি, দুর্নীতিবাজদের সঙ্গে ড. কামাল হোসেন ঐক্যবদ্ধ হয়েছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ আমাকে চাইলে ভোট দেবে, না চাইলে দেবে না। আমার যেটুকু করার ছিলো করেছি। উন্নয়ন করতে চেয়েছিলাম করেছি।

সংবাদ সম্মেলনে সমকাল পত্রিকার সাংবাদিক অমরেশ রায়ের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় এ ব্যাপারে সরকারের সিদ্ধান্তের কথা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, আমরা এখনো তাদের কাছ থেকে কোনো চিঠি পাইনি।

সারাবাংলা/এমআই

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর