Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা মেরিডিয়ানের আমিনকে দুদকের জিজ্ঞাসাবাদ


২২ অক্টোবর ২০১৮ ১৮:৩৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকারি সম্পত্তি দখল করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে হোটেল লা মেরিডিয়ানের স্বত্বাধিকারী আমিন আহম্মেদ ভূইঁয়াকে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় আমিন দুদক কার্যালয়ে আসেন। পরে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মোশারফ হোসেইন মৃধা। জিজ্ঞাসাবাদ শেষে বিকাল সাড়ে চায়টায় আমিন দুদক কার্যালয় ত্যাগ করেন।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোশারফ হোসেইন মৃধার সই করা এক নোটিশে আমিন আহম্মেদ ভূইঁয়াকে ২৭ সেপ্টেম্বর দুদকে হাজির হতে বলা হয়। দিনটিতে তিনি উপস্থিত না হয়ে এক মাস সময় চান। পরে দুদক নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য আজকের তারিখ নির্ধারণ করে।

দুদক সূত্রে জানা গেছে, আমিন আহম্মেদ ভূইঁয়ার বিরুদ্ধে হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসা ও সরকারি সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া নোয়াখালীর সুবর্ণচর এলাকায় ৭০০ একর খাস জমি দখল করে রেখেছেন তিনি। হোটেল ব্যবসার আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ দুদকের।

সারাবাংলা/ইএইচটি/এমআই

দুদক লা মেরিডিয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর