Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান


২২ অক্টোবর ২০১৮ ১৯:১৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে রাজধানীর বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ আক্টেবর) তাৎক্ষণিভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বেশ কিছু অনিয়নের সন্ধান পেয়েছে দুদক। তবে হাতে নাতে প্রমাণ না পাওয়ায় কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

৭ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। অভিযানে বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ের বেশ কয়েকটি অনিয়ম চিহ্নিত করা হয়।

দুদকের জনসংযোগ শাখা জানিয়েছে, অনিয়মগুলোর মধ্যে উল্লেখযোগ হচ্ছেÑ সিটিজেন চার্টার না থাকা, ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্টের অপরিসর মাঠ ও উপযুক্ত যানবাহনের অপ্রতুলতা; বাস, ট্রাক ইত্যাদি ভারী যানবাহন অধিকাংশ ক্ষেত্রে সরেজমিনে পরীক্ষা না করেই ফিটনেস সনদ প্রদান। এসব কারণে বিআরটিএ-র লাইসেন্সিং কার্যক্রম বিশৃঙ্খলার শিকার মর্মে দুদক টিম উপলদ্ধি করে।

এ প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট অভিযানের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘এসব অনিয়ম দ্রুত দূর করা না হলে সড়ক পথে শৃঙ্খলা ও নিয়ম ফিরে আসবে না। সুতরাং বিআরটিএকে দ্রুত সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, নতুবা দুদক দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে বাধ্য হবে।’

সারাবাংলা/ইএইচটি/

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর