প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা
২২ অক্টোবর ২০১৮ ২১:২৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২২ অক্টোবর) সকালে আশাশুনির উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আত্মহত্যা করা এই মায়ের নাম শান্তি রানি মন্ডল (৩৬)। মারা যাওয়া শিশুটির নাম তমালিকা মন্ডল (৯)। শান্তি রানি মন্ডল ওই গ্রামের দিনমুজুর উত্তম মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, দরিদ্র এ পরিবারটির শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মেয়ে তমালিকাকে নিয়ে অনেক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।
উত্তম মন্ডলের বড় মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তন্দ্রা মন্ডল (১৩) জানায়, তার বোন তমালিকা মন্ডল জন্মগতভাবে শারিরীক ও মানসিক প্রতিবন্ধী। বিভিন্ন সময়ে সে বাড়ির জিনিসপত্র ভাংচুর করতো। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি চরমে উঠে। তন্দ্রা আরো জানায়, তার মা প্রতিবন্ধি মেয়ের আচরন সহ্য করতে না পেরে সোমবার সকালে খাবারের সাথে তামলিকাকে বিষ খাওয়ান। তমালিকা যখন বিষক্রিয়ায় ছটফট করছিল তখন মাও একই সাথে বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নেন। অল্প সময়ের মধ্যেই দুজনেই মারা যানে বলে জানায় তন্দ্রা।
খবর পেয়ে প্রতিবেশীরা স্থানীয় ডাক্তারকে খবর দেন, কিন্তু তার আগেই দুজন মারা যান।
এ ঘটনার সময় উত্তম মন্ডল বাড়িতে ছিলেন না। তিনি ভোরে মাছের ঘেরে কাজ করতে গিয়েছিলেন বলে আরো জানায় তন্দ্রা মন্ডল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মেয়ের যন্ত্রনা সহ্য করতে না পেরে মা শান্তি রানী মন্ডল মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর তিনিও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে, লাশ ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/এসএমএন