‘রাবি ভর্তিতে কোটা বাতিলের সিদ্ধান্ত হয়নি’
২২ অক্টোবর ২০১৮ ২১:১৮
।। রাবি করেসপন্ডেন্ট ।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় কোটা বাতিল নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন হয়নি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার। রাবি ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. প্রভাষ কুমার বলেন, ‘কোটা থাকবে কিনা, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি রাবি প্রশাসন। আগামী বছর ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত হবে কোটা থাকবে কি থাকবে না।’
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু
এর আগে, সকালে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রাবি উপাচার্য। ওই সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন। উপাচার্য বলেন, সরকার যখন কোটা বাতিল করেছে, তখন আগামী বছর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোটা থাকবে না। সরকার হয়তো আন্ডারপ্রিভিলেজড, প্রতিবন্ধী, উপজাতিদের জন্য কোটা রাখার বিষয়ে বিবেচনা করবে। ভর্তি পরীক্ষাতেও এ ধরনের কোটা থাকতে পারে।
তবে ড. প্রভাষ কুমার বলছেন, উপাচার্যের বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। ভর্তি পরীক্ষায় কোটা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি রাবি প্রশাসন। আগামী বছর ভর্তি পরীক্ষার আগে পরীক্ষা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
রাবি জনসংযোগ দফতরের এই প্রশাসক আরও বলেন, আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। কেবল চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আর ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৫০ নম্বরের লিখিত ও ৫০ নম্বরের নৈর্ব্যক্তিক থাকবে।
এসময় বিশ্ববিদ্যালয় উপউপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আল আরিফ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর