কুমিল্লায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানীর মামলা
২২ অক্টোবর ২০১৮ ২১:৪০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা : বেসরকারি একাত্তর টেলিভিশনের ৭১ জার্নাল অনুষ্ঠানে একজন নারী সাংবাদিককে উদ্দেশ্য করে মানহানীকর বক্তব্য রাখার অভিযোগে তত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানীর মামলা করা হয়েছে।
সুবীর নন্দী নামে এক সংক্ষুদ্ধ আইনজীবী এই মামলা করেন।
রোববার (২১ অক্টোবর) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এক নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। পরে সোমবার (২২ অক্টোবর) বিচারক মো. সোহেল রানা মামলাটি সিআর হিসাবে গণ্য করে অধিকতর শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য্য করেন।
মামলার আরজিতে বলা হয়, গত ১৬ অক্টোবর রাত ১২ টা ২৫ মিনিটে ৭১ টিলিভিশনের ৭১ জার্নাল প্রচারিত হবার সময় বিবাদী ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘আপনি একজন চরিত্রহীন নারী’ বলে অপদস্ত করেন। যা বিবাদীর সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও দেশের প্রচলিত আইনের পরিপন্থি। বাদী বাংলাদেশের দন্ডবিধির ৫০০ ধারা সহ ও অন্যান্য ধারায় বিচার প্রার্থনা করেন।
সারাবাংলা/এসএমএন