Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাউগাছ কেটে শত্রুতা!


৩০ নভেম্বর ২০১৭ ০৫:০২

ব্রাহ্মণবাড়িয়া থেকে

শত্রুতার জেরে ফলন্ত লাউগাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। এ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে।

ওই গ্রামের কৃষক হানিফ মিয়ার এখন মাথায় হাত।

গরিব এই চাষী পৈতৃক জমিতে ১২ মাস ফসল ফলিয়েই জীবিকা নির্বাহ করেন।

তবে এবার তাকে মাশুল গুনতে হলো গোষ্ঠীগত দ্বন্দ্বের। তার ২৬ শতক জমিতে লাগানো ৩২টি ফলন্ত লাউ গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার দেড় লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে তারা।

হানিফ মিয়াকে নিরীহ কৃষক বলে চেনেন এলাকাবাসী।

তবে তার মিয়া গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের মেম্বারবাড়ি গোষ্ঠীর বাদ-বিবাদ দীর্ঘদিনের। মামলা-পাল্টা মামলাও চলছে বেশ কদিন ধরে। চলমান এই বিরোধের জেরেই হানিফ মিয়াকে এই ক্ষতির মুখে পড়তে হলো।

কৃষক হানিফ মিয়ার প্রতিবেশীরা বলেছেন, সন্তানের মতো যত্ন করে গাছগুলোকে ফলন উপযুক্ত করেছিলেন এই চাষী। কেবল ফল ধরতে শুরু করেছে। এ অবস্থায় এতগুলো গাছ কেটে ফেলায় তারা্ও কষ্ট পেয়েছেন।

ফলন্ত গাছের সঙ্গে এমন শত্রুতা করতে পারে মানুষ? সে প্রশ্নও তাদের মুখে।

এই ব্যাপরে আশ্রাফপুর গ্রামে স্থাপন করা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা সরেজমিন ঘুরে দেখেছেন। ক্ষতিগ্রস্ত কৃষককে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১০৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএমকে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর