‘নির্বাচনের আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের সুযোগ নেই’
২৩ অক্টোবর ২০১৮ ১৩:২২ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১৪:০৪
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, `নির্বাচনের আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের কোনো সুযোগ নেই। আমাদের সংসদ চলবে আর মাত্র দুই দিন। এই দুই দিনে এটা নিয়ে আলোচনার সুযোগ নেই।’
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
কাদের বলেন, তবে এ আইনের যাতে কোনো অপপ্রয়োগ না হয় সে বিষয়ে আমরা শক্তভাবে নজর রাখবো। আমরা মনে করি এ আইন দিয়ে দুষ্টের দমন এবং সিষ্টের লালন হবে। এ আইনের মাধ্যমে কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
নিজের একটি ঘটনার বর্ণনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, `শেরপুরে নাকি আমার সঙ্গে এক নারী ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করেছে। ঘটনাটি সঠিক ছিল না। বিষয়টি নিয়ে আমাদের দলীয় এক স্থানীয় নেতা মামলা করেছিল। এতে ঐ নারীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল।’
মন্ত্রী জানান, পরে আমি বিষয়টি জানতে পেরে এ বিষয়ে পুলিশের আইজি এবং শেরপুরের পুলিশ সুপারকে ফোন করেছি। বলেছি, আমাকে না জানিয়ে সেই নারীকে গ্রেফতার করা হলো কেনো? অসত্য ঘটনায় এমন করা হলো, অথচ আমাকে জানানো হলো না এটা কেমন কথা? পরে আমি বলার পর মামলা প্রত্যাহার হয়েছে, গ্রেফতারকৃত নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে, আমরা চেষ্টা করবো যাতে ডিজিটাল সিকিউরিটি আইনের কোনো অপপ্রয়োগ না ঘটে।
সারাবাংলা/এইচএ/জেএএম