পদ্মায় অভিযান, জেলেদের গুলিতে পুলিশ সদস্য আহত
২৩ অক্টোবর ২০১৮ ১৭:৩৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সামুরবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ ধরার সময় জেলেদের সঙ্গে নৌ-পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় জেলেদের ছোঁড়া গুলিতে পুলিশের বোট চালক আল-আমিন (৩০) গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, সকালে এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে নৌ-পুলিশের নিয়মিত একটি টহল টিম লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নের সামুরবাড়ী চাঁন্দের চর এলাকায় পদ্মা নদীতে টহল দিচ্ছিল। এসময় নদীতে জেলেদের অবৈধ ভাবে মা ইলিশ শিকার করতে দেখতে পান তারা। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোঁড়ে। আত্মরক্ষার জন্য পুলিশ এক রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়েন। পরে জেলেরা পুলিশের বোট লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। জেলেদের ছোঁড়া গুলিতে পুলিশের বোট চালক আল-আমিন আহত হন। তবে জেলেদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় লৌহজং থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
সারাবাংলা/এসএমএন