Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্থিক বিবরণী হতে হবে অভিন্ন: দুদক চেয়ারম্যান


২৩ অক্টোবর ২০১৮ ১৭:৩৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একই অর্থবছরে যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী অভিন্ন হতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘জয়েন্ট স্টক কোম্পানি, ব্যাংক, আয়কর বিভাগ ও প্রয়োজনে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের একই বছরের আর্থিক বিবরণী একই অডিট ফার্মের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আর্থিক বিবরণীটি হতে হবে অভিন্ন।’

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকরা একই কোম্পানির একই অর্থ বছরে বিভিন্ন ফাইন্যান্সিয়াল বিবরণী বিভিন্ন সংস্থায় ব্যবহারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান জানান এ জাতীয় কয়েকটি অভিযোগ কমিশনে এসেছে।

দুদক চেয়ারম্যান বলেন, ‘এ সকল অভিযোগে দেখা যায় কোনো কোনো প্রতিষ্ঠান একই অর্থবছরে ব্যাংক; অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যে পরিমান সম্পদ দেখিয়ে ফাইন্যান্সিয়াল বিবরণী জমা দিয়েছেন; ঠিক একই বছরে আয়কর বিভাগে অনেক কম সম্পদ দেখিয়ে ফাইন্যানসিয়াল বিবরণী জমা দিয়েছেন । এ সকল অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ইএইচটি/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর