মুন্সীগঞ্জে ১০ মণ মা ইলিশ জব্দ, কারেন্টজালসহ আটক ৫
২৩ অক্টোবর ২০১৮ ১৮:০৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ১০ মণ মা ইলিশ জব্দ করা হয়েছে। সেইসঙ্গে এক লাখ মিটার কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক করেছে সদর উপজেলা প্রশাসন ও মৎস অফিস।
মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোর থেকে সদর উপজেলার চরাঞ্চলের মেঘনা ও পদ্মা নদীতে এই অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের নেতৃত্ব ভোর থেকে পদ্মা ও মেঘনা নদীর জাজিরা,বকচর, চরআব্দুল্লাহ,কালিরচর ও বাংলাবাজারের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় এসব মা ইলিশ, কারেন্ট জাল ও পাঁচ জেলেকে আটক করা হয়। জব্দ এক লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
পরে জব্দ করা ১০ মণ ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
সারাবাংলা/এসএমএন