নিরাপদ সড়ক চেয়ে মিছিলের পরদিন ট্রাক্টর চাপায় জীবন গেল শিশুটির
২৩ অক্টোবর ২০১৮ ১৮:৪৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
চাঁদপুর : সোমবার (২২ অক্টোবর) নিরাপদ সড়কের জন্য মিছিল আর মানবন্ধন করেছিল চাঁদপুরের ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম। ঠিক একদিন পর মঙ্গলবার (২৩ অক্টোবর) সেই সড়কেই প্রাণ দিতে হলো তাকে।
মঙ্গলবার সকালে উপজেলার খাড়কাদিয়া এলাকায় শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দ্রুত গতির ট্রাক্টর চাপা দেয় সাইফুলকে। এ ঘটনাস্থলেই মারা যায় সে।
নিহত সাইফুলের দুলাভাই পারভেজ খান বলেন, সোমবার সারাদেশে নিরাপদ সড়কের দাবীতে স্কুলের কর্মসূচিতে সে মানববন্ধন ও মিছিলে অংশ নেয়। অথচ সেই অনিরাপদ সড়কেই আজ প্রাণ গেল তার।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সড়কে নিষিদ্ধ এসব ট্রাক্টর আর কত মানুষের জীবন কেড়ে নেবে সে প্রশ্ন রাখেন তারা।
নিহত সাইফুল ফরিদগঞ্জের মুদি দোকানি মোবারক হোসেনের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে সে সবার ছোট ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, এলাকাবসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সাইফুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন