অর্থপাচারের অভিযোগে ফারমার্স ব্যাংকের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
২৩ অক্টোবর ২০১৮ ১৯:৩৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে ফারমার্স ব্যাংকের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৩ অক্টোবর) তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক সামছুল আলম। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করছেন।
ফারমার্স ব্যাংকের তিন কর্মকর্তা হলেন, ব্যাংকটির সাবেক এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম শামীম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহসান চৌধুরী ও সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবু তাহের।
দুদকের অভিযোগে বলা হয়েছে, ফারমার্স ব্যাংক লিমিটেড অভিযুক্ত কর্মকর্তাসহ আরও কিছু কর্মকর্তার যোগসাজশে ব্যাপক অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এসব অভিযোগের তদন্ত করতেই এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/এসএমএন