Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাপা’র সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান, সম্পাদক সৈয়দ নাজমুল


২৩ অক্টোবর ২০১৮ ২০:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান এবং ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১৮-১৯ সালের নির্বাহী কর্মকর্তা নির্বাচনে তাদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এসব তথ্য জানায়।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) ফার্স্ট অফিসার এস এম মুসাউর রহমান, যুগ্ম-সম্পাদিক (অপারেশন) ফার্স্ট অফিসার গোলাম আবেদ, কোষাধক্ষ ফার্স্ট অফিসার মুকাসসিত হোসাইন। কমিটির কার্য নির্বাহী সদস্য হিসেবে আরও নির্বাচিত হয়েছেন, ক্যাপ্টেন সাজেদুল হক, ক্যাপ্টেন ইমামুল ইসলাম এবং ফার্স্ট অফিসার সাদাত জামিল।

বিমান বাংলাদেশ বিজ্ঞপ্তিতে জানায়, বাপা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফালপা) সক্রিয় সদস্য।

এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সাথে নিবিড়ভাবে কাজ করে আসছে। বর্তমানে বিশ্বের ১শ’টির বেশি দেশের লক্ষাধিক বৈমানিক ইফালপা’র সদস্য।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

বুধবার যে সকল এলাকায় গ্যাস থাকবে না
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২

আধ্যাত্মিক নেতা আগা খান আর নেই
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮

গাজীপুরে পিকআপ উলটে নিহত ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০

আরো

সম্পর্কিত খবর