Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আবার মামলা


২৪ অক্টোবর ২০১৮ ০৮:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও মামলা হয়েছে। জমি দখল, ভাংচুর ও হুমকি দেয়ার অভিযোগে তিনিসহ চার জনের বিরুদ্ধে মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে আশুলিয়া থানায় এই মামলা দায়ের করা হয়।

এ নিয়ে আশুলিয়া থানায় জাফরুল্লাহ চৌধুরী বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের হলো।

গতরাতে স্থানীয় নাছির উদ্দিন নামে এক ব্যক্তি নতুন এই মামলাটি দায়ের করেন। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন-গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও স্থানীয় আওলাদ হোসেন।

এর আগে গত ১৫, ১৯ ও ২১ অক্টোবর একই অভিযোগ ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মোহাম্মদ আলী, ইমাম হাসান ও সৈয়দ সেলিম হোসেন নামে তিন ব্যক্তি।

আরো পড়ুন : জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে আরও এক মামলা

জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জিডি, তদন্ত করবে ডিবি

সারাবাংলা/এসএমএন

গণবিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য কেন্দ্র ডা. জাফরুল্লাহ মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর