Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা


২৪ অক্টোবর ২০১৮ ০৯:১১ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৬:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সিলেট থেকে : একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে যাওয়ার আগে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বুধবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় সিলেটে  হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন তারা।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

এরপর সকাল ৭ টায় হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন তারা। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা।

এর আগে সকাল ৬ টায় আকাশপথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেট পৌঁছান। সেখান থেকে সোজা চলে যান হযরত শাহজালালের মাজারে।

দুই আওলিয়ার মাজার জিয়ারত শেষে ঐক্য ফ্রন্ট নেতারা হোটেলে বিশ্রাম নেবেন। এরপর দুপুর ২টায় যোগ দেবেন সমাবেশে।

সিলেট রেজিস্ট্রি মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী।

সারাবাংলা/এজেড/এসএমএন

জাতীয় ঐক্যফ্রন্ট শাহজালাল (রহ.)