কাকরাইলে হোটেল থেকে লাশ উদ্ধার
৫ জানুয়ারি ২০১৮ ১৫:৪৫
ঢামেক প্রতিনিধি
রাজধানীর কাকরাইলে একটি আবাসিক হোটেল থেকে সিরাজুল ইসলাম স্বপন (৩৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে কাকরাইলে অবস্থিত ‘হোটেল বিজয়নগর’-এর ৪র্থ তলার একটি কক্ষ থেকে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকে মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
মৃত স্বপন শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার অধিবাসী। ঢাকায় সে ক্ষুদ্র ব্যবসা করত এবং সপরিবারে ঢাকার খিলগাঁও এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সারাবাংলাকে জানান, পহেলা জানুয়ারি খিলগাঁও-এর বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় স্বপন। ওই দিন সন্ধ্যায় সে কাকরাইলে অবস্থিত ‘হোটেল বিজয়নগর’-এ একটি কক্ষ ভাড়া নেয়। গতকাল বৃহস্পতিবার সারা দিন স্বপন নিজ রুম থেকে বের হয়নি। বিকেলে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। রাত ১২টার দিকে পুলিশ দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে স্বপনের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে, বলে জানান মিজানুর রহমান।
সারাবাংলা/এসএ/এমএ