Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁনখারপুলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


২৪ অক্টোবর ২০১৮ ১২:২৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর চাঁনখারপুলে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শরিফ (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মাসুদ (৩০) নামের আরেক শ্রমিক।

বুধবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে চানখারপুল নির্মাণাধীন অথেনটিক ডায়াগনস্টিক সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে শরিফের মৃত্যু হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভবনের কেয়ারটেকার সাইফুল ইসলাম জানান, শরিফ ও মাসুদ রড মিস্ত্রী। ডায়াগনস্টিক সেন্টারের ৪ তলার ওপরে পাঁচ তলা নির্মাণের কাঠের সেন্টারিং করছিলো। সেন্টারিংয়ের উপর বসে ভবনের নিচ থেকে রশি বেঁধে রড তোলার সময় ভবনের বাইরের বিদ্যুতের তারের সংস্পর্শে তারা ২ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে শরিফ ভবনের একেবারে নিচে ও মাসুদ চার তলাতেই পড়ে যায়।

মৃত শরিফের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে এবং মাসুদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসএসআর/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর