চেকপোস্টে তল্লাশির নামে নারীকে হয়রানি, ৪ পুলিশ বরখাস্ত
২৪ অক্টোবর ২০১৮ ১৪:২৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাতের বেলা সিএনজি থামিয়ে তল্লাশির নামে এক নারীকে হয়রানির ঘটনায় রামপুরা থানার একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) দুপুরে তাদের বরখাস্ত করা হয় বলে জানান মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন, ‘চেকপোস্টে তল্লাশির ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরালের ঘটনায় একজন এএসআই ও ডেমরা লাইনের তিন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত অব্যাহত আছে।
এদিকে পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলেন, ‘রামপুরা থানার একজন এএসআই ও পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পূর্ব এর তিন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। তাদের নাম এখনো জানা যায়নি।’
গতকাল (২৩ অক্টোবর) ভোরের দিকে রামপুরা চেকপোস্টে পুলিশ একটি সিএনজি থামিয়ে তল্লাশির নামে একজন নারীকে হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি গতকালই ঢাকা মহানগর পুলিশের দৃষ্টিগোচর হয়।
সারাবাংলা/ইউজে/এমও