ফতুল্লায় রি-রোলিং মিলে চুল্লি বিস্ফোরণে একজনের মৃত্যু, দগ্ধ ৪
২৪ অক্টোবর ২০১৮ ১৫:০৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রি-রোলিং মিলের চুল্লি বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবুল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪ শ্রমিক।
বুধবার (২৪ অক্টোবর) ভোরে ফতুল্লার পাগলা এলাকার অবস্থিত চাকদা স্টিল রি রোলিং মিলে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
নিহত বাবুল ময়মংসিংহের গফরগাঁওয়ের আব্দুল জব্বারের ছেলে।
আহতরা হলেন- জুয়েল (২৮), সুমন (২৫), মঈনুল (২২) ও শাহাদাৎ (২৮)। আহতদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
চাকদা স্টিল রি রো-রোলিং মিলের ম্যানেজার নুরল ইসলাম জানান, ভোরে চুল্লিতে কাজ করার সময় হটাৎ উপর থেকে একটি বড় ধাতব খণ্ড চুল্লিতে পড়লে সেটির বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। তাদের ঢামেক হাসপাকালে নেওয়ার পর বাবুল মারা যান। আহতরা হাসপাতালটিতে চিকিৎসাধীন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন