Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিনে বাণিজ্যমেলা প্রাঙ্গণ উৎসব মুখর


৫ জানুয়ারি ২০১৮ ১৬:৪৭

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা:  বাণিজ্যমেলার শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন আজ( ৫ জানুয়ারি)। মেলাপ্রাঙ্গণ তাই নানা বয়সী মানুষের ভীড়ে জমজমাট। সকাল থেকেই  উৎসব মুখর পরিবেশে পরিবার কিংবা বন্ধুরা মিলে দল বেধে  মেলায় ঢুকছে দর্শনার্থীরা। কেনাকাটার পাশাপাশি সময়কে স্থিরচিত্রে ধারণ করতে কেউ কেউ মেতেছে সেলফিতে। ঘুরে দেখার পাশাপাশি অনেকে আবার খোশগল্পে পার করছে সময়। ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ পোশাক পরিচ্ছেদও কেনাকাটা করে বের হচ্ছে অনেকেই। বাবা-মার সাথে আসা  শিশুরা আনন্দে মেতেছে । কেউ  কিনছে পছন্দের খেলনা বা খাবার। কেউ আবার ব্যস্ত সময় কাটাচ্ছে শিশু-কর্ণারে।

বিজ্ঞাপন

অন্য দিনের তুলনায় জন সমাগম বেশি হলেও বিক্রেতারা বলছেন, কেনাকাটা এখনো জমে ওঠেনি। তাদের মতে, আগামী শুক্রবার থেকেই বেচাকেনা শুরু হবে পুরোদমে। মেলার পঞ্চম দিন শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দর্শনার্থী ও বিক্রেতাদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

হাতিরপুল থেকে পুরো পরিবারসহ মেলায় এসেছিলেন মিয়াজ উদ্দিন। সারাবাংলাকে তিনি বলেন, ‘ছুটির দিন হওয়ায় সকাল সকাল মেলায় এসেছি। ঘরের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি।’

আর নারায়ণগঞ্জ থেকে জাহিদুল ও নুসরাত দম্পত্তি এসেছিলেন তাদের এক বছরের ছোট্ট শিশু জাফরাদকে নিয়ে। মেলা প্রাঙ্গণে কথা হলে জাহিদুল সারাবাংলাকে বলেন, ‘এখনো সব কেনাকাটা হয়নি। ঘুরে ঘুরে দেখছি। মেলায় আসার পর আমার ছেলেটাও খুব আনন্দ করছে।’

বিদেশি প্যাভিলিয়নে থাইল্যান্ডের নানা জাতীয় শুকনা খাবার বিক্রি করছিলেন জাহাঙ্গীর আলম। বেচাকেনা কেমন জানতে চাইলে সারাবাংলাকে তিনি বলেন, ‘অন্য দিনের তুলনায় আজ দর্শনার্থী বেশি। তবে বিক্রি খুব একটা বেশি বাড়েনি।’

বিজ্ঞাপন

পাশের আরেকটি স্টলে নারীদের নানা পণ্য বিক্রি করছিলেন লিটন। কথা হলে তিনি বলেন, ‘ক্রেতা বেড়েছে আজ। বিক্রিও বেড়েছে কিছুটা।’

আশিক ফ্যাশনে কথা হলে বিক্রয় প্রতিনিধি মনির হোসেন বলেন, ‘দর্শনার্থীরা আসছে। তারা আমাদের ব্লেজার ও স্যুট দেখছে। তবে এখনো তেমনভাবে বিক্রি হয়নি।’ আগামী শুক্রবার থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে হবে প্রত্যাশা এই বিক্রয় প্রতিনিধির।

সারাবাংলা/ইএইচটি/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর