Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন প্রত্যাহার


৫ জানুয়ারি ২০১৮ ১৬:৪৯

সিনিয়র করেসপন্ডেন্ট

প্রধানমন্ত্রী আশ্বাস দেওয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা তাদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে।

২৬ ডিসেম্বর থেকে নন-এমপিও ভুক্ত শিক্ষকরা এমপিও ভুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করেন। ২ জানুয়ারিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা সচিব মো. সোহরাব হোসেইনসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে শিক্ষকদের এমপিও ভুক্ত করার আশ্বাস দেন। কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে জানান, অনুষ্ঠানিকভাবে দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

আজ অনশনের ষষ্ঠ দিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আশ্বাস আসায় শিক্ষক-কর্মচারীরা অনশন প্রত্যাহার করলেন।

নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মহামুদুন নবী ডলার সারাবাংলাকে জানান, প্রধানমন্ত্রী আমাদের শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে এমপিওভুক্ত করার ঘোষণা করেছেন। শিক্ষা সচিব সোহরাব হোসেইন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব আমাদের দাবী মেনে নেওয়ার কথা জানাতে এসেছেন। আমরা অনশন বাতিল করে হাসিমুখে বাড়ি ফিরে যাচ্ছি।

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা আন্দোলন প্রত্যাহারের পরে নিজেদের মতো আনন্দ মিছিল করছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

সারাবাংলা/এএটি/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর