Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শক্তিমান চাকমা হত্যায় জেএসএস নেতাসহ আটক ৪


২৪ অক্টোবর ২০১৮ ২০:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলায় জড়িত থাকার দায়ে ৪ জনকে আটক করার পর জেল হাজতে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে তাদের আটকের পর আদালতে হাজির করা হলে রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহেদ এর আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটকরা হলেন- সুভাষ চাকমা (৪০), দিলীপ চাকমা (৪২), ঋতু চাকমা (৩৮) এবং তুঙ্গ রাম দেওয়ানকে (৩৬)। তারা সবাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য (জেএসএস)। এরমধ্যে সুভাষ চাকমা রাঙামাটির কাউখালী উপজেলা জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি।

যৌথবাহিনী সূত্র জানিয়েছে, বুধবার ভোররাতে কাউখালীর ঘাগড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা জেএসএস সভাপতি সুভাষ চাকমা ও সদর উপজেলার কতুকছড়িতে অভিযান চালিয়ে দিলীপ চাকমা, ঋতু চাকমা  এবং তুঙ্গ রাম দেওয়ানকে আটক করা হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) ইসরাফিল আলম জুমদার জানান, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে বুধবার বিকালে আদালতে তোলা হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ৩ মে রাঙ্গামাটির নানিয়াচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা নিজ কার্যালয়ের সামনেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনার পর দিন তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ইউপিডিএফের (গণতান্ত্রিক) প্রতিষ্ঠাতা প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত হন। এ দুই ঘটনায় নানিয়ারচর থানায় পৃথক দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর