পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপনের পদক্ষেপ নিয়েছে সরকার
২৪ অক্টোবর ২০১৮ ২০:৫০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপনের পদক্ষেপ নিয়েছে সরকার।
আজ বুধবার (২৪ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থাায়ী কমিটির বৈঠকে চুল্লি স্থাপনের জন্য ডিপিপি প্রণয়ন করে প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মোহাম্মদ আমান উল্লাহ, আয়েন উদ্দীন এবং নুরুল ইসলাম মিলন অংশগ্রহণ করেন।
এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে যোগদান করেন।
এ ছাড়া বৈঠকে কেমিক্যাল মেট্রোলজির অবকাঠামো সমৃদ্ধকরণ প্রকল্প, দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) শীর্ষক প্রকল্প এবং বাংলাদেশে উচ্চক্ষমতা সম্পন্ন পারমাণবিক গবেষনা চুল্লি স্থাপনের কারিগরি সমীক্ষা শীর্ষক প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি পরমাণু প্রযুক্তি ব্যবহার করে থাইরয়েড, কিডনি, লিভার, বোন প্রভূতি রোগের ডায়াগনসিস ও থাইরয়েড ক্যান্সার, গরীব ও সাধারণ মানুষকে স্বল্প মূল্যে সর্বাধিক প্রযুক্তি এবং পরমাণু চিকিৎসা সেবা সম্পসারণের মাধ্যমে দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সারাবাংলা/এএইচএইচ/এমআই