Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিনাতের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী


২৪ অক্টোবর ২০১৮ ২২:৪৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কশেনের চেয়ে তিন ইঞ্চি লম্বা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জিন্নাত আলীর চিকিৎসার দায়িত্বভার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জিনাত আলী নাইক্ষ্যংছড়ির বর্গা চাষি আমির হামজার ছেলে। বয়স তার মাত্র ২২ বছর কিন্তু উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি।

বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এসেছিলেন জিন্নাত আলী। কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসেন। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে সে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে জিনাত আলীর একটি গ্রুপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

জিনাত আলী বর্তমানে বিভিন্ন শারীরিক জটিলতার সমস্যায় ভুগছেন। তার সংসদে আসার সঙ্গে সঙ্গে চারদিকে হৈ চৈ পড়ে যায়। তাকে এক নজর দেখতে ভিড় করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরাও। জিন্নাত আলী যখন সংসদ থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন সংসদে প্রবেশের গেটে তাকে মাথা নিচু করে বের হতে দেখা যায়।

জিনাত আলীকে পেয়ে সেলফি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহান জয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিনামূলে জিন্নাতের উন্নত চিকিৎসার নির্দেশনা দিয়েছেন। তার জন্য একটি বাড়ি করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, তুরস্কের সবচেয়ে লম্বা মানুষ সুলতান কশেনের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী জীবিত মানুষের মধ্যে কাশেন হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় লম্বাকৃতির মানুষ। জিনাতের উচ্চতা তার থেকেও তিন ইঞ্চি লম্বা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমআই

জিনাত প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর