এবার বেহাত হয়েছে ৯৪ লাখ বিমানযাত্রীর তথ্য
২৫ অক্টোবর ২০১৮ ১৪:১৬
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
চলতি বছর বিমান সংস্থাগুলোতে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। এয়ার কানাডা, ডেল্টা এয়ারলাইনস ও ব্রিটিশ এয়ারওয়েজের পর এবার হ্যাকিং এর শিকার হলো হংকং-এর ক্যাথি প্যাসেফিক এয়ারওয়েজ লিমিটেড। খবর বিবিসি।
ক্যাথি এয়ারের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রায় ৯৪ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এসব তথ্যের মধ্যে রয়েছে, যাত্রীদের পাসপোর্ট নাম্বার, ইমেইল এড্রেস, আইডি কার্ড নম্বর, ভ্রমণ তথ্য, পুরনো ক্রেডিট কার্ডের বৃত্তান্ত ইত্যাদি।
ক্যাথি এয়ারওয়েজের প্রধান নির্বাহী রুপার্ট হগ এ ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ভুক্তভোগী যাত্রীদের সাথে তারা যোগাযোগ করেছেন। যাত্রীদের তথ্যের কোন অপব্যবহার ঘটেনি।
হগ বলেন, আমরা খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। বিশ্বের শীর্ষ সাইবার সিকিউরিটি কোম্পানিকে সাথে নিয়ে বিষয়টির তদন্তও শুরু হয়েছে। যাতে আমরা আমাদের সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে পারি। হ্যাকিং হওয়া তথ্যের কারণে আমাদের যাত্রীরা কোন ধরনের ভোগান্তিতে পড়লে আমরা দুঃখ প্রকাশ করছি।
যাত্রীদের তথ্য চুরির ঘটনায় হংকং এ ক্যাথি এয়ারওয়েজের শেয়ার ৬ শতাংশ কমেছে।
এর আগে, সেপ্টেম্বরে ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইট ও অ্যাপের নিরাপত্তা বলয় ভেঙ্গে হাজার হাজার গ্রাহকের তথ্য চুরি করে হ্যাকাররা।
সারাবাংলা/এনএইচ