রাজীবের হাত কাটা পড়ার ঘটনায় মামলার প্রতিবেদন ২৮ নভেম্বর
২৫ অক্টোবর ২০১৮ ১৫:০৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের ডান হাত হারানোর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করা ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহাবাগ থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ আলী প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুর প্রতিবেদনের জন্য নতুন তারিখ ঠিক করেছেন।
মামলাটির অভিযুক্তরা হলেন— রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের বাসচালক খোরশেদ (৫০)।
গত ৫ এপ্রিল দুপুরে দুই বাসচালককে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আফতাব আলী। আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে আসামিরা কারাগারে আছেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের গেটে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব হোসেন (২১)। তখন তার ডান হাতটি বাসের গেটের বাইরে বেরিয়ে ছিল। ওই সময় স্বজন পরিবহনের বাসটি পেছন থেকে বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার জন্য ওভারটেক করার চেষ্টা করে। দুই বাসের চাপে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই বাসের মাঝখানে ঝুলে থাকে।
পরে রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সারাবাংলা/এআই/টিআর