ট্রাকের গোপন কুঠুরিতে রেখে ইয়াবা পাচার, গ্রেফতার ২
২৫ অক্টোবর ২০১৮ ১৫:৪২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: ট্রাকের ভেতরে বানানো গোপন কুঠুরিতে রেখে পাচারের সময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই ট্রাকের চালক ও সহকারীকে।
গ্রেফতার হওয়া দুজন হলেন, আব্দুর রহিম স্বপন (৩০) ও মো. সোহেল (৩২)।
বুধবার (২৪ অক্টোবর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ন কবির সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা ট্রাকটিকে আমরা আটক করে সেটিতে তল্লাশি চালায়। গ্রেফতার হওয়া ট্রাকের চালক জানিয়েছেন, সেটি নিয়ে তারা ফেনীতে যাচ্ছিলেন। সেখানে ইয়াবাগুলো সরবরাহ করার কথা ছিল।
আরও পড়ুন: সাত ঘণ্টা ভোগান্তির পর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ট্রাকের ভেতরে এমন কৌশলে একটি চেম্বার বানানো হয়েছে, যা বাইরে থেকে দেখে বোঝার কোন উপায় নেই। সেই চেম্বারেই ইয়াবাগুলো নেওয়া হয়েছিল। নিশ্চিত তথ্য না থাকলে সেই চেম্বার থেকে ইয়াবা উদ্ধার সম্ভব ছিল না।
মইনুল জানান, এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে গ্রেফতার হওয়া চালক-সহকারীর সঙ্গে ট্রাক মালিক মো. জসীমকেও আসামি করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এনএইচ