Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার অনুপস্থিতিতে বিচারের বিরুদ্ধে আপিল শুনানি রোববার


২৫ অক্টোবর ২০১৮ ১৬:৩৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৬:৪০

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ঠিক করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে ওই আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী, নওশাদ জমির, মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

আরও পড়ুন: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি মুলতবি

খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলবে বলে গত ২০ সেপ্টেম্বর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। এ আদেশের সাতদিনের মাথায় গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

ওই আবেদনটির ওপর অনুষ্ঠিত শুনানি শেষে গত ১৪ অক্টোবর তা খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বারে আপিল দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

                                                                           আরও পড়ুন: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ২৯ অক্টোবর

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরেক মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত ৬ অক্টোবর থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সারাবাংলা/এজেডকে/একে

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুদুক বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর