Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির কারাগারে


২৫ অক্টোবর ২০১৮ ১৭:২২ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সিলেটে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়ইটার দিকে মহানগর পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে ভিড় করেন এবং খন্দকার মুক্তাদিরের মুক্তি দাবি করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করে পুলিশ। কোতোয়ালি থানার মামলা নং-১৭। এতে সন্দেহভাজন আসামি হিসেবে খন্দকার মুক্তাদিরকে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক খন্দকার মুক্তাদিরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করলে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির আটক

 

বিএনপি নেতা মুক্তাদির সিলেট আদালত