গার্হস্থ্য কলেজের ভবন বর্ধিতকরণ ও আইসিটি ল্যাবের উদ্বোধন
২৫ অক্টোবর ২০১৮ ১৭:৩৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: গার্হস্থ্য অর্থনীতি কলেজে নতুন একাডেমিক ভবনের বর্ধিত তলা এবং মেহেরুন্নেসা আইসিটি ল্যাবের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাত রুমিনা।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন অনেক এগিয়ে। শিক্ষাখাত, স্বাস্থ্যখাত সব খাতই এখন উন্নত। এখন আর কেউ না খেয়ে থাকেন না। বেশ কিছুদিন আগে যে জেলাগুলো ‘মঙ্গা এলাকা’ নামে পরিচিত ছিল। সে জেলাগুলোকে কেউ এখন আর মঙ্গা বলে না।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ। শাকসবজি উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাংলাদেশ ঘুরে দেখেন, কেউ খালি পেটে নাই, খালি গায়ে নাই, খালি পায়ে নাই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশের সকল স্কুল-কলেজে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘নতুন কিছু আবিষ্কার করতে হবে। বিশ্বের কাছে তুলে ধরতে হবে। এই কলেজকেও বিশেষায়িত কলেজে রূপান্তর করতে হবে।’ মন্ত্রী এ সময় গার্হস্থ্য অর্থনীতি কলেজকে দৃষ্টিনন্দন ভবন করে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি নতুন হোস্টেল করে দেওয়ার আশ্বাস দেন।
নাহিদ বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। এ ক্ষেত্রে নতুনদের এগিয়ে আসতে হবে। শুধু জ্ঞানার্জন করলে চলবে না। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, উপ-অধ্যক্ষ সোনিয়া বেগম, লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ আরও অনেকে।
সারাবাংলা/এসএসআর/একে