Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল কেডিএস এক্সেসরিজ


২৫ অক্টোবর ২০১৮ ২০:৩৩

।। সারাবাংলা ডেস্ক।।

চট্টগ্রাম ব্যুরো: শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা এসেছে।

নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম বোট ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলেও ব্যবসা সম্প্রসারণই আমাদের প্রধান লক্ষ্য। বাংলাদেশ আরএমজি রফতানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। ৫০ বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা আমাদের। দেশের তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কেডিএস এক্সেসরিজ নতুন নতুন পণ্য উৎপাদনে কাজ করছে।

বার্ষিক সাধারণ সভায় স্বাধীন পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন, পরিচালক কামরুল হাসান, বহিঃ নিরীক্ষকের প্রতিনিধি, কোম্পানির সিইও দেবাশীষ পালিত, সিএফও বিপ্লব কান্তি বণিক, কোম্পানি সেক্রেটারি মনজুরে খোদা, শেয়ার হোল্ডার কবীর আহমেদ চৌধুরী, একেএম নুরুল আনোয়ার বক্তব্য রাখেন।

সভায় শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ, গত ৩০ জুন তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক, স্বাধীন পরিচালক নিয়োগ, পরের বছরের জন্য বহিঃনিরীক্ষক নিয়োগের বিষয়টি অনুমোদন হয়। কেডিএস এক্সেসরিজ কার্টন, লেবেল, ইলাস্টিক ও ন্যারো ফ্যাব্রিকস, অফসেট প্রিন্টিং, হিট ট্রান্সফার, বাটন, গামটেপ, হ্যাঙ্গার উৎপাদন করে।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর