‘কোমরের বেল্ট’ দিয়ে সাংবাদিক পেটালেন ইউপি চেয়ারম্যান
২৬ অক্টোবর ২০১৮ ১৭:০৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: কোমরের বেল্ট দিয়ে সাংবাদিককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রাজারহাটের ৩নং ইউপি চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে। আহত অবস্থায় সাংবাদিককে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় রাজারহাট বাজারের কফি হাউজ মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার রাজারহাট ইউনিয়নের মেকুরটারী গ্রামের আউয়ালের ছেলে সাংবাদিক আল্লামা ইকবাল অনিকের সাথে স্থানীয় চেয়ারম্যান মো. এনামুল হকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায় চেয়ারম্যান তার কোমরে থাকা বেল্ট দিয়ে সাংবাদিক অনিককে বেধড়ক পেটায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অনিককে উদ্ধার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে আহত সাংবাদিককে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি কৃষ্ণ কুমার সরকার বলেন, ‘চেয়ারম্যান খুবই খারপ কাজ করেছেন। এই ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম; তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সে সুস্থ হয়ে থানায় অভিযোগ দিলে আমরা তা অবশ্যই দেখব।’
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতে অনিকের বাবা ঠাট্রা করে আমার কাছে গম বীজ চাই। তাই আমিও তার বাবার সাথে ঠাট্রা করি। আজ সকালে আমি কফি হাউজে গেলে তার ছেলে অনিক আমার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায় আমি ধাক্কা দিলে; দেয়ালে লেগে তার মাথায় গুরুতর আহত হয়।’
অনিকের বাবা আউয়াল হোসেন বলেন, ‘আমি গতকাল রাতে গম বীজ চাইলে চেয়ারম্যান বলেন আপনার ছেলেকে টাকা দিয়েছি; সেখান থেকে গম বীজ কিনে নেন। আজ সকালে ছেলেকে ঘটনাটি জানায়। পরে সে এ ঘটনায় প্রতিবাদ করায় চেয়ারম্যান তাকে পিটিয়েছে।’
এদিকে সাংবাদিক অনিকের ওপর হামলায় ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
ডিইউজের নির্বাহী পরিষদের সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, ‘আমরা হামলার ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি। না হলে সাংবাদিকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সাংবাদিক অনিক ডেফোডিল বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষে সবশেষ মাছরাঙ্গা টেলিভিশনে কর্মরত ছিলেন।
সারাবাংলা/ইউজে/এমএইচ