Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ক্রিকেট দলকে এরশাদের অভিনন্দন


২৬ অক্টোবর ২০১৮ ২২:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার (২৬ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রতিটি ম্যাচ জিতে বাংলার দামাল ছেলেরা যে কীর্তি গড়েছে তা আমাদের জন্য গৌরবের।

অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করে বলেন, ক্রিকেট দল আগামী দিনেও জয়ের এই ধারা ধরে রাখতে পারবে। ক্রিকেট দলের এই গৌরবোজ্জ্বল জয় তরুণ খেলোয়ারদের অনুপ্রাণিত করবে। তাছাড়া এই অবিস্মরণীয় বিজয় ফুটবলসহ অন্যান্য বিভাগের খেলোয়ারদেরও উজ্জীবিত করবে।

অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ খেলোয়ারদের পাশাপাশি কোচ এবং ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর