বিদ্রোহী প্রার্থী হলে আ.লীগ থেকে আজীবন বহিষ্কার
২৬ অক্টোবর ২০১৮ ২৩:২১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় শুক্রবার (২৬ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং আওয়ামী লীগ সংসদীয় দলের (পার্লামেন্টারি পার্টি) সদস্যরা যৌথ সভায় উপস্থিত ছিলেন।
এ সভায় জাতীয় নির্বাচন পরিচালনার জন্য ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া নির্বাচন ইস্যুতে আরও ১৫টি সাব কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।
নির্বাচনের জন্য গঠিত ৩৩ সদস্যের প্রধান কমিটি ওই সাব কমিটিগুলোর কর্মকাণ্ড তদারকি করবে।
এছাড়া বৈঠকে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কারও চেহারা নয়, আমলনামা দেখে মনোনয়ন দেওয়া হবে বলে বৈঠক সূত্র জানিয়েছে।
সারাবাংলা/এইচএ/একে