ইতালিতে ‘দি রাইজিং স্টার’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
২৭ অক্টোবর ২০১৮ ১১:১৩
।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ।।
নতুনদের জন্য প্ল্যাটফর্ম তৈরি ও দেশীয় কৃষ্টি সংস্কৃতি বিদেশে ছড়িয়ে দেয়ার প্রত্যাশায় ইতালিতে যাত্রা শুরু করেছে প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান ‘দি রাইজিং স্টার’। রোমের ভিত্তোরিওতে আয়োজকরা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
প্রতিভার সন্ধানে গানের অনুষ্ঠানটির অডিশন পর্ব এবছরের ডিসেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে। ইতালির যেকোন প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারবেন। তবে ইতালির প্রধান শহর রোম, মিলান, ভেনিস, বলোনিয়া, পালেরমো ও নাপলিতে অনুষ্ঠিত হবে অডিশন পর্ব। যারা ইয়েস কার্ড পাবেন তারা পরবর্তীতে সিলেকশন রাউন্ডে অংশগ্রহণ করবেন। চূড়ান্ত পর্বে রাজধানী রোমে গ্রান্ড ফিনালে বিচারকদের বিচারের মধ্য দিয়ে ‘দি রাইজিং স্টার’ অর্থাৎ সেরা শিল্পী নির্বাচিত হবেন।
‘দি রাইজিং স্টার’কে সফল করতে স্পন্সর, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্বদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আয়োজক প্রধান অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও এনটিভি ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান।
তিনি বলেন, ইভেন্টটি প্রতিভা বিকাশের সাথে ইতালিতে বাংলা সংস্কৃতির উপস্থাপন হবে। অন্যদিকে সুস্থ ধারার বিনোদনের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় সম্ভব হবে কমিউনিটিকে এগিয়ে নেয়ার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, আয়োজকদের মধ্যে এটিএন বাংলার ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ, সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানা, সংগীত শিল্পী মাহমুদুল হাসান সবুজ, শুভ ইমরান, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হুমায়ূন কবির ও বাংলা প্রেস ক্লাব, ইতালির প্রচার সম্পাদক মিনহাজ হোসেন।
ইতোমধ্যে, অনুষ্ঠানটির থিম সং ও ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। শুরু হয়েছে অনুষ্ঠানটির অনলাইন রেজিষ্টশন প্রক্রিয়া।
সারাবাংলা/এনএইচ
‘দি রাইজিং স্টার’ ইতালি প্রবাসী বাংলাদেশি সংগীত প্রতিযোগিতা