আমরা বাংলাদেশিরা শিরোনামটাই বেশি দেখি: সৌম্য
২৭ অক্টোবর ২০১৮ ১১:২৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১১:৩১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম থেকে: সমালোচনা হয়ে গিয়েছিল তার নিত্যসঙ্গী। চারদিক থেকে ধেয়ে আসছিল অজস্র নেতিবাচক কথাবার্তা। সৌম্য সরকার তাতে একটু বিচলিত হয়ে পড়েছিলেন, স্বীকার করেছেন আজ। এমন একটা ইনিংসের পর আক্ষেপ করেই বললেন, ‘আমরা বাংলাদেশিরা শিরোনামটাই বেশি দেখি।’
২০১৫ সালটা গিয়েছিল স্বপ্নের মতো। এরপর দেশের বাইরে রান পেলেও দেশের মাটিতে ওয়ানডেতে রান পাওয়া ভুলেই গিয়েছিলেন। এবারও ওয়ানডে দলে ছিলেন না, দুই দিন আগে হুট করে ডাক পেলেন দলে। এক দিন অনুশীলন করে আজ নী পড়তে হয়েছে মাঠে। এমন একটা সুযোগ পাবেন, নিজেও হয়তো আশা করেননি। কিন্তু এর চেয়ে ভালোভাবে আর সেটি কাজে লাগাতে পারতেন না। দুর্দান্ত এক সেঞ্চুরি করে জবাব দিয়েছেন সব সমালোচনার।
কিন্তু গত কয়েক বছর এই খেলা কোথায় ছিল? নিজেকে এভাবে হারিয়ে ফেলেছিলেন কেন? সৌম্য আজ সহজ স্বীকারোক্তিই যেন দিলেন, ‘আমার কাছে মনে হয় আমি বাইরের কথা বেশি শুনতাম। ফেসবুকটা যখন ব্যবহার করতাম, তখন নেতিবাচক মন্তব্য গুলো আসত অনেক, যা মাথায় গেঁথে যেত। মানুষ ইতিবাচক জিনিসটা লিখেও না, নিজেও পারে না। এমন এক একটা হেডলাইন আসত, যেন আমি সবই খারাপ করেছি। আর আমরা বাংলাদেশিরা হেডলাইনটাই বেশি পড়ি। পরে ফেসবুক ব্যবহার বন্ধ করব ভেবেছি, নেতিবাচক জিনিসগুলো কম নেব, মানুষের সাথে কথা কম বলব। শুধু ইতিবাচক জিনিস নিয়েই বেশি ভাবার চেষ্টা করেছি। অনুশীলনও কম করতাম তখন, যখন খারাপ যায় তখন সবই খারাপ যায়, ভাল করলেও খারাপ হয়। একটু বন্ধুদের সাথে বেশি সময় কাটাতাম সেই সময়ে।’
জানালেন, আজ শুধু নিজের খেলাটাই খেলতে চেয়েছেন, ‘আজ আসলেই আমার কোন কিছু ছিল না। আমি চিন্তা করেছি, আজ যদি খারাপ খেলি হয়তো খারাপই হবে। খারাপই যাচ্ছিল, আজও যেতে পারত। ওই জিনিস নিয়ে ভাবিনি, খারাপ যাচ্ছে, আরেকটা ম্যাচ যাবে, এইতো, সমস্যা নেই। আরও কিছু কথা বাড়বে, সমস্যা কি আর হবে। চিন্তা করেছি নিজে নিজের খেলাটা খেলই, ভাল হলে বাহবা দিবে, খারাপ হলে সবাই খারাপ বলবে।’
তবে আজকের ইনিংসের চেয়ে পাকিস্তানের সঙ্গে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাই বেশি এগিয়ে রাখছেন, ‘অবশ্যই পাকিস্তানের সেঞ্চুরি এগিয়ে রাখব, কারণ ওটা আমার প্রথম সেঞ্চুরি। আর সেঞ্চুরি তো সবসময় বিশেষ কিছু, এটাও ভাল ছিল। কারণ যেই একটা ম্যাচে সুযোগ পেয়েছি, এখানেই অনেক কিছু ছিল হারানোর। যদি খারাপ খেলতাম হয়তো নেতিবাচক অনেক কথা হত। একটা ম্যাচ কেন নিয়ে আসা হলো, কেন খারাপ খেলল, এই ধরনের কথা হতে পারত। শুরুতে এইসব মাথায় ছিল, পরে ভাবলাম কথা তো হবেই। নিজের খেলাটাই খেলি। ’
আপাতত চেষ্টা করছেন শুধু উপভোগ করে যাওয়ার, ‘এখন চিন্তা করছি, যেখানেই খেলা হচ্ছে, এখন শুধু খেলা দিয়েই কথা। চেষ্টা করছি লম্বা সময় ব্যাটিং যাওয়ার। এখন শুধু উপভোগ করে যাওয়ার চেষ্টা করছি। ’
সৌম্য সেই উপভোগটা করতে পারলেই দলের লাভ!
সারাবাংলা/এএম/একে