Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যাকে নৌকা মার্কা দেব, তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন’


২৭ অক্টোবর ২০১৮ ১৮:১৫

।। নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট।।

বরগুনা থেকে: বরগুনাবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আপনাদের কাছে ওয়াদা চাই, যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাব তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। হাত তুলে আপনারা প্রতিজ্ঞা করেন, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।’

শনিবার (২৭ অক্টোবর) বরগুনার তালতলী মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের দেশের মানুষ সুখি-সমৃদ্ধ জীবন যাপন করবে। বিশ্বসভায় মাথাউঁচু করে চলবে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা যে সম্মান পেয়েছিলাম। ৭৫’এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে সে সম্মান হারিয়ে গিয়েছিল।’

‘আজকে আবার আমরা দেশের উন্নয়নের মধ্য দিয়ে আবার বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে সম্মান আমরা ফিরে পেয়েছি। সেই সম্মান ধরে রাখতে হবে। তাই আরেকটিবার নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

বরগুনাসহ দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা দুই বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। স্বজন হারানোর বেদনা নিয়ে দীর্ঘ ছয়বছর বিদেশে ছিলাম। আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দেশে ফিরে আসি। তারপর সারাদেশ ঘুরেছি। দেখেছি আমার দেশের মানুষের অবস্থা। পেটে খাবার নাই। পরনে ছিন্ন কাপড়। বিদেশ থেকে পুরনো কাপড় এনে  পরতে দেয়। কারও ঘর নেই। ঘরের চাল দিয়ে পানি পড়ে। এমন দুরবস্থার মধ্যে দিয়ে দেশে দেখেছি।’

আরও পড়ুন: আপনাদের মাঝে খুঁজে পাই হারানো বাবা-মায়ের স্নেহ

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার বাবা এদেশ স্বাধীন করেছেন। এই দেশের মানুষ ভালো থাকবে সুন্দর থাকবে। সেটা আমার বাবার জীবনের আকাঙ্ক্ষা। সেই জন্য আমি আমার নিজেকে উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। বাংলার মানুষকে উন্নত জীবন দেওয়া এটাই আমার লক্ষ্য। কিন্তু জনগণের জন্য কাজ করতে গিয়ে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট খালেদা জিয়া এবং তার ছেলে তারেক জিয়া গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে আমি ওইদিন বেঁচে গিয়েছি। আইভী রহমানসহ আমাদের ২২ জন নেতাকর্মীকে হারিয়েছি এবং এটা একবার নয় কয়েকবার আমাকে হত্যার চেষ্টা করেছে। ওরা কী করেছে, বাংলাদেশকে জঙ্গিবাদ-সন্ত্রাসের দেশে পরিণত করেছে। পাঁচ পাঁচবার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের ছেলেমেয়েদের লেখাপড়ার পথ বন্ধ করে দিয়েছিল। বিএনপি এসে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছিল। দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল।’

তিনি বলেন, ‘তার একটাই কারণ। তারা তো স্বাধীনতায় বিশ্বাস করে না। মানুষের উন্নতিতে বিশ্বাস করে না। এতিমের টাকা, সেই টাকাও এতিমদের না দিয়ে নিজের নামে রেখে চুরি করেছে। আর সেই এতিমের টাকা চুরির দায়ে মামলা হয়েছে। আর সেই মামলায় আজকে খালেদা জিয়া জেলে সাজাপ্রাপ্ত। কোরআনে আছে এতিমের টাকা চুরি করলে আল্লাহও শাস্তি দেন। সেই শাস্তি খালেদা জিয়া এখন পাচ্ছেন।’

‘তার পুত্র মানি লন্ডারিং করেছে। বিদেশে অর্থ পাচার করেছে। দশ ট্রাক অস্ত্র পাচার করতে গিয়ে ধরা পড়েছে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ যত রকম রকমের অপকর্ম করে আজকে তারেক জিয়া সাজাপ্রাপ্ত। এরা যখনই ক্ষমতায় এসেছে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে দেশের মানুষের জীবনমান উন্নত করেছে।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য একজন মানুষও গৃহহারা থাকবে না। আমি আপনাদের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। বিনাপয়সায় ৩০ প্রকার ওষুধ পান আপনারা। কোনো মানুষ গৃহহারা থাকবে না। প্রত্যেককে আমরা ঘর করে দেব। প্রত্যেক মানুষ যেন বাসস্থান পায়। সুন্দরভাবে বাঁচে এ ব্যবস্থা করে দেব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আহ্বান, আরেকটিবার আওয়ামী লীগকে ভোট দেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জমাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে। জনসভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/একে

আরও পড়ুন

স্বপ্নের ঠিকানাসহ ১৬ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্বপ্নের ঠিকানাসহ ১৬ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সমগ্র বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বরগুনা শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর