আওয়ামী লীগকে সরানো এত সহজ নয়: জয়
২৭ অক্টোবর ২০১৮ ১৮:৩৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: দেশের মানুষ সুখে আছে, শান্তিতে আছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ এত দূর এগিয়ে এসেছে। বিএনপি-জামায়াত, সুশীল মিলে যতই চেষ্টা করুক না কেন আওয়ামী লীগকে সরানো এত সহজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
হোটেলে রেডিসনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুচিন্তা ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
জয় বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছি। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হয়েছে। তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করবই।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানকে পুনর্বাসন করা ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য। তারা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু যারা একটা ভোটও পায় না আমরা তাদের ভয় পাই না। বাংলাদেশের মানুষ সুখে আছে, শান্তিতে আছে সুতরাং আওয়ামী লীগ কারও ভয় পায় না।’
‘তারা দেশকে রক্ষা করতে চায়, কিন্তু কোন অবস্থা থেকে দেশকে রক্ষা করার কথা তারা বলছেন? আজকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো হত্যাকাণ্ড দেশে হচ্ছে না। বাংলাদেশের মানুষ সুখে আছে, শান্তিতে আছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সবদিক থেকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এমন অবস্থা থেকে তারা দেশকে উদ্ধার করতে চান?’ প্রশ্ন করেন সজীব ওয়াজেদ জয়।
আজকে সুশীল সমাজ নিরপেক্ষ সরকারের কথা বলে। এরা তারেক রহমানকে নিয়ে ঐক্য করেছে। এরা কী নিরপেক্ষ হতে পারে? এদের লক্ষ্য রাজনীতিতে তারেক রহমানকে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দেওয়া, বলেন তিনি।
জয় আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগণের ভোটে বিজয়ী হয়ে আসবে। যতই ষড়যন্ত্র হোক, কোনো শক্তিই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারবে না।’
সারাবাংলা/একে