Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের গুলিতে ৬ মামলার আসামি নিহত


৬ জানুয়ারি ২০১৮ ১১:২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডন্ট, যশোর 

যশোরের ঝিকরগাছায় র‌্যাবের গুলিতে বাবু নামে (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব জানিয়েছে, অস্ত্র-কেনাবেচার খবরে অভিযানে গেলে বন্দুকযুদ্ধে বাবুর মৃত্যু হয়। থানা পুলিশ জানিয়েছে, তার নামে হত্যাসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে।

নিহত বাবুর বাড়ি ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামে। তার বাবার নাম খোকন হোসেন।

র‌্যাব জানিয়েছে,  শনিবার ভোরে কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই কনস্টেবল আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন ঝিকরগাছা উপজেলার কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়ার একটি বাড়িতে একদল অস্ত্রধারী গোপন বৈঠক করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এতে র‌্যাব সদস্য কনস্টেবল হাসান ও কনস্টেবল মাহবুব আহত হন। পরে র‌্যাব সদস্যরা পাল্টা গুলিবর্ষণ শুরু করে। এ সময় বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যান। পরে পুলিশ গুলিবিদ্ধ সন্ত্রাসীর লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী বাবু নিহত হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরসি/একে

বন্ধুকযুদ্ধ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর