শাহবাগের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড
২৮ অক্টোবর ২০১৮ ১৩:৩৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: পুলিশি বাধায় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচি পণ্ড হয়েছে। রোববার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে তুলে দেয়।
এ সময় সেখান থেকে চার আন্দোলনকারীকেও আটক করে পুলিশ। শিক্ষার্থীদের তুলে দেওয়ার পর শাহবাগে যান চলাচল এখন স্বাভাবিক।
রমনা থানার সহকারী পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক জানান, আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে বলা হয়েছিল। তারা কর্ণপাত করেনি। তাই তাদের উঠিয়ে দেওয়া হয়েছে। আর আটক আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
আন্দোলনের উদ্যোক্তা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি তিনবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে ফাইল পাঠিয়েছেন। এরপরও সেটিতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর হচ্ছে না। আমরা দ্রুত প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মাধ্যমে প্রজ্ঞাপন চাই। সেই দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি ছিলো।
সারাবাংলা/এমও