Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলহাস-তনয় হত্যায় দুই মামলার প্রতিবেদন দাখিলের নতুন দিন


২৮ অক্টোবর ২০১৮ ১৪:০৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১৪:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।  স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা : রাজধানীর কলাবাগানে সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।  আগামী ২৫ নভেম্বর এই প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেছেন আদালত।

রোববার (২৮ অক্টোবর) ‍মামলা দুইটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।  কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে পারেননি।  সে কারণে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

মামলাটি দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি)পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।

বিজ্ঞাপন

গত ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএআইডি কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।  ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।

নিহত জুলহাস বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন।  হত্যাকাণ্ডের আগে ‘রূপবান’ নামে একটি পত্রিকা সম্পাদনার পাশাপাশি জুলহাজ উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন।

সারাবাংলা/এআই/এসএমএন

জুলহাস-তনয় হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর