ব্যারিস্টার মইনুলের ডিভিশনের বিষয়ে আদেশ সোমবার
২৮ অক্টোবর ২০১৮ ১৫:৫৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে ডিভিশন চেয়ে করা আবদেনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ঠিক করেছেন হাইকোর্ট।
রোববার (২৮ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।
আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৩ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। এরপর থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে আছেন।
গত ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সাবেক সংসদ সদস্য, তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে তিনি কারাগারে ডিভিশন পাওয়ার যোগ্য। কিন্তু কারাগারে যাওয়ার পর বেশ কয়েকদিন পার হয়ে গেলেও তাকে ডিভিশন না দেওয়ায় হাইকোর্টে আবেদন করা হয়েছে বলে জানিয়েছিলেন আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন।
গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে বিরূপ মন্তব্য করে ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় ২১ অক্টোবর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মাসুদা ভাট্টি এবং জামালপুর আদালতে যুব মহিলা লীগের জামালপুর শাখার আহ্বায়ক ফারজানা ইয়াসমীন লিটা মানহানির অভিযোগে মামলা করেন।
এসব মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ব্যারিস্টার মইনুল হোসেন, কিন্তু রংপুরের আরেকটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠায় আদালত।
সারাবাংলা/এজেডকে/এমও