Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়লাখনি ধসে চীনে ১৩ জনের মৃত্যু


২৮ অক্টোবর ২০১৮ ১৬:৪৮

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে একটি কয়লাখনি ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

জরুরি উদ্ধারকারী সদরদপ্তর জানিয়েছে, খনিটির উভয় প্রান্তে কয়লা ধসে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। এতে সুড়ঙ্গের ৭৪ মিটার গভীরে আরো ৮ জন খনি শ্রমিক আটকা পড়ে আছেন।

উদ্ধারকর্মীরা স্থানীয় সময় রোববার সকাল ছয়টায় সুড়ঙ্গটির ৪২ মিটার পর্যন্ত কয়লা অপসারণ করেছে। এছাড়া উভয় প্রান্তে দিয়ে অবশিষ্ট ৩২ মিটার কয়লা সরানোর করার কাজ চলছে।

গত ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লঙ্গিউন কোল মাইন কোম্পানি লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে মোট ২২ জন শ্রমিক আটকা পড়ে। এর মধ্যে মাত্র এক শ্রমিককে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর