Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাথর ছুড়তেই ট্রান্সফরমার বিস্ফোরণ, ৩ শিশু দগ্ধ


২৮ অক্টোবর ২০১৮ ১৮:২৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : গাজীপুরের টঙ্গীতে একটি বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮অক্টোবর) দুপুড় দেড়টার দিকে টঙ্গীর গোপালপুরের দিপু কমিশনার বাড়ি সংলগ্ন একটি বাসার ছাদে এই ঘটনা ঘটে। দগ্ধ শিশুরা হলো, জিহাদ ইসলাম (১১), রাকিব হাসান (১২) ও অনিক দেওয়ান (১১)।

দগ্ধ জিহাদের মা হালিমা আক্তার জানান, দুপুরে তার ছেলে জিহাদসহ রাকিব ও অনিক ওই বাসার ছাদে খেলতে যায়। কিছুক্ষণ পর বিকট শব্দ শুনে বাসার ছাদে গিয়ে তিন শিশুকে দগ্ধ অবস্থায় পরে থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে টঙ্গী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে  বিকেলে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ অনিক জানিয়েছে, ওই বাসার ছাদে তারা তিনজন খেলা করছিল। এসময় জিহাদ একটি পাথর পাশের বিদ্যুতের টান্সফরমারে ছুড়ে মারে। প্রায় সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বিস্ফোরণ হয়। এরপর আর কিছু মনে নেই বলে জানায় সে।

দগ্ধ জিহাদের বাবার নাম মো. বাবুল মিয়া। টঙ্গী কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে সে। এছাড়া অনিকের বাবার নাম ফিরোজ দেওয়ান। সে গোপালপুর কিশোর বিদ্যা নিকেতনে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।   রাকিবের বাবার নাম সিপন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, তিনটি শিশুকে বিকেলে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। তাদের সবারই মুখমন্ডলসহ শরীরের বেশকিছু জায়গা দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসআর/এসএমএন

ট্রান্সফরমার বিস্ফোরণ শিশু দগ্ধ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর