Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনন্দ র‌্যালির পথে বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১ ছাত্রলীগ কর্মী


৬ জানুয়ারি ২০১৮ ১২:৪৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক করেসপন্ডেন্ট

ঢাকা : চলন্ত বাসের ভেতর গ্যাস বেলুন বিস্ফোরণে রাজধানীর ফার্মগেট এলাকায় ছাত্রলীগের ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালিতে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েছেন তারা। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে দগ্ধ কর্মীদের ভর্তি করা হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদি হাসান হিরা, কাব্য, রওশন আলি, সৌরভ, সাম্য, কামরুজ্জামান ও সাব্বির কবির। তাদের বয়স ১৮ থেকে ২১ এর মধ্যে।

দগ্ধ মেহেদি হাসান হিরা জানান, তারা সবাই উত্তরা পশ্চিম থানা এলাকার বাসিন্দা। ওই এলাকা থেকে তারা বাসে করে শাহবাগে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে ফার্মগেট এলাকায় তাদের হাতে থাকা গ্যাস বেলুন বিস্ফোরিত হলে তাতে দগ্ধ হন।

বিজ্ঞাপন

পরে বাসের অন্য যাত্রীরা তাদের ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ড. পার্থ শংকর পাল জানান, দগ্ধ সবার দুই হাত এবং মুখ পুড়ে গেছে। যা ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বেলুন বিস্ফোরণের ঘটনার নিশ্চিত করে জানান, এমন ঘটনা শুনিছি, এর পেছনে অন্য কোনও উদ্দেশ্যে আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, ঘন গ্যাসের চাপে এমনটা ঘটতে পারে।

সারাবাংলা/এসএ/এমএ

ছাত্রলীগ বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর