Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিটি উপজেলায় ইকোপার্ক স্থাপন করবে সরকার


২৮ অক্টোবর ২০১৮ ২০:০০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের প্রতিটি উপজেলায় নদীর পাড়ে একটি করে ইকোপার্ক স্থাপন করবে সরকার।

রোববার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই পার্ক স্থাপনের জন্য সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

দশম জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে কমিটির এই ৬০তম বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ, মো. আনোয়ারুল আজীম (আনার) এবং অ্যাড্ভোকেট মমতাজ বেগম বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনকে আধুনিক সংস্থায় উন্নীত করতে যে ধরনের জাহাজ দরকার, সেগুলো সংগ্রহ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয় বৈঠকে।

পাশাপাশি কমিটি আগামী একাদশ সংসদে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত যে কমিটি গঠিত হবে, সে কমিটিকে পুরাতন কমিটির সিদ্ধান্তগুলো বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর