Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি মদ বিক্রির সময় চাচা-ভাতিজা আটক


২৮ অক্টোবর ২০১৮ ২১:৫২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ভোলা: বিদেশি মদ বিক্রি করার সময় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভোলার উত্তর দিঘলদী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, মো. রফিকুল ইসলাম (৫৫) ও তার ভাতিজা মো. এমরান (৩২)।

র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি দেবাশীষ কর্মকার জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে অভিযান চালানো হয়। রফিকুলের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে ব্যাগ তল্লাশি করে পাওয়া বিভিন্ন ব্রান্ডের ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভোলা সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান দেবাশীষ কর্মকার।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর