Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীর চরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিকশা চালকের মৃত্যু


২৯ অক্টোবর ২০১৮ ১৩:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীর চরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আল আমিন (৫৫) এক রিকশা চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা।

সোমবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মনিরুল ইসলাম জানান, তারা কামরাঙ্গীর চর নার্সারি গলির সুলতানের বাড়িতে ভাড়া থাকেন। গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার সাতপট্টি গ্রামে। রবিবার সকালে রিকশা নিয়ে বাসা থেকে বের হন তিনি। রাত ১২টার দিকে কামরাঙ্গিরচর কসাই গলি চিনিবাড়ি মোড়ে অজ্ঞান পার্টির সদস্যরা তার বাবাকে চেতনানাশক কিছু খাইয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তারা একটি ফার্মেসিতে কিছু ওষুধ নিয়ে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর